ঢাকাFriday , 6 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • হরিণটানায় দু’টি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

    দেশ চ্যানেল
    October 6, 2023 1:48 pm
    Link Copied!

    তুষার কবিরাজ (খুলনা)প্রতিনিধি :

    খুলনার হরিণটানা থানাধীন আরাফাত আবাসিক এলাকা থেকে ২টি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য মোঃ বাবু বন্দে(২৪),মোঃ প্রিন্স শেখ(২২),মোঃ মাসুদ রানা(৩০)কে গ্রেফতার করেছে হরিণটানা থানা পুলিশ। গ্রেফতারকৃত বাবু বন্দে খুলনার সোনাডাঙ্গা থানার ছোট বয়রা এলাকার বাসিন্দা মোঃ হাফিজ বন্দের ছেলে।প্রিন্স শেখ হরিণটানা থানার শশ্মান ঘাট এলাকার বাসিন্দা মৃত মন্টু শেখের পালিত ছেলে এবং মোঃ মাসুদ রানা হরিণটানা থানার আল আকসা নগর এলাকার মোঃ মাহাতাব শেখের ছেলে।হরিণটানা থানার এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয় যে,গোপন তথ্যের ভিত্তিতে গত ইং ৫ অক্টোবর রাত আনুমানিক ১১টার সময় অত্র থানাধীন আরাফাত আবাসিক প্রকল্প এলাকায় হরিণটানা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জনৈক মনিরুজ্জামানের দোতলা বাড়ির নিচতলার বন্ধ দোকানের সামনে থেকে একটি এ্যাশ কালারের অ্যাপাসি আরটিআর ১৬০সিসি চোরাই মোটর সাইকেলসহ আসামীদের আটক করতে সক্ষম হন।পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃত মাসুদ রানার দেয়া তথ্য অনুযায়ী চোর চক্রের অপর এক সদস্য আল আকসা নগর এলাকার বাসিন্দা আয়ুব আলী মোল্লার ছেলে মোঃ আল আমিন মোল্লা(২৭) এর বাডিতে অভিযান পরিচালনা করলে আল আমিনকে ঐ সময় বাডিতে পাওয়া যায়নি তবে তার বসত ঘরের বারন্দা থেকে আরেকটি নীল কালো কালারের পালসার ১৫০সিসি উদ্ধার করতে সক্ষম হন।এ বিষয়ে জানতে চাইলে হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন,৪১৩ পেনাল কোড ধারায় একটি মামলা হয়েছে।জব্দকৃত মোটর সাইকেল দু’টি পুলিশ হেফাজতে রয়েছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST