জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডুর কলাফোলা গ্রামে সোমবার সকালে ইটভাটার ট্রাক্টরে চাকায় পিষ্ট হয়ে রেজাউল করিম নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
নিহত রেজাউল করিম হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের আব্দুল গণি মোল্লার ছেলে এবং ঝিনাইদহ মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজের কম্পিউটার ডেমোনেস্ট্রেটর ছিলেন। নিহত’র সহকর্মী আসাদুজ্জামান শান্তি জানান, সকালে তিনি পেঁপে গাছ লাগানোর জন্য শ্রমিক নিতে হরিণাকুন্ডুর যাদবপুর গ্রাম থেকে নগরবাথান বজারে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভাটার ইটবোঝায় একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার ব্যাপারে হরিণাকুন্ডু থানায় সড়ক আইনে মামলা হয়েছে। এ ঘটনায় গাড়িটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এদিকে সংসারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি নিহত হওয়ায় পরিবারের নেমে আসে শোকের ছায়া। উল্লেখ্য ঝিনাইদহ জেলায় অন্তত পাঁচ’শ মাটি ও ইট টানা ট্রাক্টর রয়েছে। এ সব গাড়ির কোন বৈধ কাগজপত্র কিংবা চালকদের ড্রাইভারদের লাইসেন্স নেই।