ঢাকাTuesday , 29 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

১০০ পরিবারকে পানি বন্দী থেকে উদ্ধার করলেন ইউএনও।

দেশ চ্যানেল
July 29, 2025 3:55 pm
Link Copied!

মোঃশরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি পুঠিয়া, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া পৌরসভা এলাকার গন্ডগোহালী পশ্চিমপাড়া ০২ নং ওয়ার্ডের প্রায় ১০০ পরিবারের মানুষকে পানিবন্দি হয়ে পড়ার থেকে উদ্ধার করলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে, এম, নূর হোসেন নির্ঝর ।

পানিবন্দি মানুষের খবর জানতে পেয়ে ২৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তিনি ছুটে যান ঘটনা স্থলে। এলাকাবাসীদের সাথে নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে এলাকাবাসী পানিবন্দি থেকে রক্ষা পায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের তুলনায় এ বছরে বৃষ্টিপাত বেশি হওয়ায় আশেপাশের নিচু জায়গা সব ডুবে যাওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে গৃহপালিত পশু গুলো নিরুপায় হয়ে পড়েছে। এমন মুহূর্তে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করলে তিনি আমাদের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ছুটে আসেন ঘটনাস্থলে। সে সময় অনেক মানুষের উপস্থিতি ছিলো । তাদেরকে সঙ্গে নিয়ে তিনি পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গতকাল থেকে আমরা পানিবন্দী হয়ে বিভিন্ন মানুষের কাছে উদ্ধারের জন্য গেলে তারা আমাদের দিকে এগিয়ে না আসলে। আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করি তার হস্তক্ষেপে আমরা পানিবন্দি থেকে উদ্ধার হই। এছাড়াও তিনি পানি চলাচলের জন্য একটি নির্দিষ্ট স্থান করে দিয়ে গেছেন। এই সমস্যা থেকে দ্রুত উদ্ধার হওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে আমরা অভিনন্দন ও সাধুবাদ জানাই। নির্বাহী অফিসারের এই উপকার আমরা কোন দিন ভুলবো না বলে জানান সকলে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, আমি বিষয়টি জানতে পেরে সেখানে যাই, গিয়ে দেখি অনেক মানুষ জলাবদ্ধতা হয়ে রয়েছে এবং এখানে যদি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সামনের দিনে জলাবদ্ধতা মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। সেজন্য আমি স্থানীয়দের নিয়ে জলাবদ্ধতা নিষ্কাশনের ব্যবস্থা করি। এবং পুঠিয়াতে কোথাও যদি জলাবদ্ধতা বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তা নিরসনে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST