জিয়াউল হক, দূর্গাপুর উপজেলা প্রতিনিধি।
নেএকোনার জেলার সুসং দূর্গাপুর উপজেলা সিমান্ত এলাকায় অবস্তিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এই এলাকায় অসংখ্য নিরীহ নাগরিক শহিদ হন।পাকিস্তানের হানাদার বাহিনীর অমানবিক নির্যাতনে অনেক মা বোন ইজ্জত হারান ও ছোট শিশুদের হত্যা করেন।
দূর্গাপুর উপজেলার বিড়িশিরি এলাকায় পাকিস্তানের মিলিটারীরা শক্তিশালী ক্যাম্প স্থাপন করেন। বাংলার রাজাকার আল বদর আলসামস ও স্বৈরাচারের সহযোগিতায়,পাকিস্তানী মিলিটারি বাহিনী দূর্পাপুর এলাকার সাধারন মানুষের উপর ঝাঁপিয়ে পড়েন ও যুদ্ধ পরিচালনা করেন।
দীর্ঘ সময় যুদ্ধ চলার পর ১৯৭১ সালের ৫ ডিসেম্বর বিকেল থেকে বাংলার বীর সন্তানেরা বিরিশিরি ক্যাম্প ঘেরাও করেন। রাতভর মুক্তিবাহিনীর শক্তিশালী ও রক্তক্ষয়ী আক্রমণে, পরদিন ৬ ডিসেম্বর সকালে আমাদের বীর মুক্তিযোদ্ধারা বিরিশিরি ক্যাম্প দখল করেন। আশপাশের এলাকা থেকে মুক্তিকামী সাধারন মানুষ রাস্তায় জরো হতে থাকেন ও স্লোগান দেন,এবং ঔ দিনই দূর্গাপুর উপজেলা পাকিস্তানী হানাদার মুক্ত হন।
এ দিবস টি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্দা সংসদ ও অন্যান্য সংগঠন আনুষ্ঠানিক কর্মসূচি পালন করেন।