ঢাকাSunday , 2 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পানছড়ি ব্যাটালিয়নের (৩বিজিবি) বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
November 2, 2025 3:13 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২.৩০ ঘটিকায় পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি’র মাল্টিপারপাস ট্রেনিং সেডে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম। বিশেষ অতিথি ছিলেন ৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. রবিউল ইসলাম, ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন, ৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। এসময় পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিজিবির গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে ৩ বিজিবির ক্যাপ্টেন নাইমুল মুসফিক ব্যাটালিয়নের ৭৬ বছরের ঐতিহ্য ও সাফল্যের বিবরণ উপস্থাপন করে বলেন, ১৯৪৮ সালের ১ নভেম্বর সিলেটের শমসেরনগর থেকে ৩ বিজিবির যাত্রা শুরু হয়। ১৯৬১ সালে ব্যাটালিয়নটি স্থানান্তরিত হয় শ্রীমঙ্গলে। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে অনন্য বীরত্বের পরিচয় দেয় ইউনিটটি, যেখানে ১৮ জন সাহসী সদস্য শহিদ হন। রাঙামাটি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিলখানা, কুষ্টিয়া ও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালে ব্যাটালিয়নটি পায় সম্মানজনক রেজিমেন্টাল কালার পতাকা। বর্তমানে ৩ বিজিবি খাগড়াছড়ি রিজিয়নের অধীনে ‘অপারেশন উত্তোরণ’-এর দায়িত্ব পালন করছে।

প্রধান অতিথি কর্নেল মো. আব্দুল মোত্তাকিম বলেন, “পাহাড়ের কঠিন ভৌগোলিক বাস্তবতায় পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি সবসময়ই দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য অগ্রণী ভূমিকা পালন করছে। এ ধারা অব্যাহত রাখতে শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের বিকল্প নেই।

পানছড়ি ৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, ‘৭৭ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে ৩ বিজিবি ব্যাটালিয়ন আজ দেশের এক অনন্য প্রতিষ্ঠান। দেশের যে কোনো সংকট মুহূর্তে এই ব্যাটালিয়ন সর্বদা প্রস্তুত থাকে জনগণের পাশে দাঁড়াতে’। “আজ আমাদের জন্য এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন। পানছড়ি ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।” পানছড়ি ব্যাটালিয়ন সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, মানব পাচার দমনসহ স্থানীয় জনসাধারণের নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। শৃঙ্খলা হবে সীমান্তের নিরাপত্তা ও আত্মার প্রতীক” এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে পানছড়ি ব্যাটালিয়নের সদস্যরা দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে সীমান্ত রক্ষায় নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST