মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। রোববার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলী হোসেন স্বপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুন নূর লাল মাষ্টার, সহকারী শিক্ষক আক্কাছ আলী, ফারুক আহমেদ সহ শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। আলোচনা সভা শেষে ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার এর সভাপতিত্বে ম্যানেজিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।