ঢাকাFriday , 15 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • খুলনায় ১৭০ টাকার স্যালাইন বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়!

    দেশ চ্যানেল
    September 15, 2023 9:54 am
    Link Copied!

    বিপ্লব সাহা খুলনা ব্যুরো:

    ডেঙ্গুর ক্রান্তি লগ্নে মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে উদ্বিগ্ন চিকিৎসক সহ সজনরা অন্যদিকে সরকারি হাসপাতালগুলোতে স্যালাইন সংকট থাকার কারণে সুযোগ পেয়ে খুলনার ফার্মেসি মালিকরা ১৭০ টাকার লাইন বিক্রি করছে ৩৫০ থেকে ৪০০ টাকায় সাথে সেলাইনসহ প্রয়োজনীয় ঔষধের সংকটও দেখাচ্ছে তারা। এক্ষেত্রে সাধারণ ভুক্তভোগী মানুষদের অভিযোগ দেশে যখন মহারমারি প্রাকৃতিক দুর্যোগ ও কোন ধরনের জটিল ব্যাধির প্রকোপ বৃদ্ধি পেয়ে ভুক্তভোগী সাধারণ মানুষেরা দিশেহারা হয়ে নাকানি চুবানি খাওয়ার উপক্রম হয়
    আর ঠিক তখন এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সংকাটাপণ্য ভুক্তভোগী অসহায় মানুষদের কথা একটুও নাভেবে উপরন্ত জীবন মরণের প্রয়োজনের তাগিদে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ঔষধপত্র থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী সনাতনী কায়দায় হঠাৎ কৃত্রিম সংকট দেখিয়ে ফায়দা লুটে অবৈধ অর্থ উপার্জন করতে একেবারেই দ্বিধাবোধ করে না।
    আর তখন তদারকি সংস্থার কর্মকর্তাগণও যেন থাকে গভীর ঘুমে মগ্ন।
    তখন মানুষের এই ভোগান্তির চিত্র যদি কোনো গণমাধ্যম কর্মীদের ক্যামেরাবন্দি হয়ে ঘটনা গুলি বিভিন্ন গণমাধ্যমের প্রচার হয়ে দেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিবেকে আঁচড় কাটে তখন তারা স্থানীয় পর্যায়ের দায়িত্ববান কর্তাদের আদেশ দিলে তাৎক্ষণিক নড়েচড়ে বসে লোক দেখানো দায়সারা অভিযান চালিয়ে দু’চারটে দোকানকে যৎসামান্য জরিমানা করে লাপাত্তা হয়ে যাওয়ার পরপরই পূর্বের অবস্থানে ফিরে আসে ব্যবসায়ীরা ।
    বর্তমানে তেমন অবস্থার ঘটনা ঘটেছে খুলনা জুড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় গ্লুকোজ ও সাধারণ সেলাইনের ক্ষেত্রে।
    গত এক মাস ধরে খুলনার বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে শুধু গ্যাসের ওষুধও প্যারাসিটামল ট্যাবলেট ছাড়া রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ঔষধ সরবরাহ নাই।
    তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা।
    নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আরো জানিয়েছেন ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর থেকে প্রতিনিয়ত শহরের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে যে পরিমাণে রোগী ভর্তি হচ্ছে সেই পরিমাণে ঔষধ ও স্যালাইন রোগীর তুলনায় চাহিদা মত সরবরাহ হচ্ছে না।
    আর যা আসছে তা একেবারেই যৎসামান্য।
    সরকারি হাসপাতালগুলোতে ঔষধ ও স্যালাইন সংকট থাকার কারণে সুযোগে সদ্ব্যবহার করছে নগরীর ঔষধ ব্যবসায়ী ফার্মেসি মালিকরা তারা ১৭০ টাকা দামের স্যালাইন বিক্রি করছে ৩৫০ থেকে ৪০০ টাকা দরে আবার কোন কোন দোকান থেকে অধিক দাম হাতিয়ে নেওয়ার অজুহাতে মুমূর্ষ রোগীর স্বজনদের প্রাথমিক পর্যায়ে নাই বললে ভুক্তভোগী অসহায় ব্যক্তিরা ঔষধ দোকানদারদের একটু ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করলে তারা কৌশলে অধিক দাম নিয়ে গোডাউন থেকে এনে দিচ্ছে স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ।
    এমন ঘটনার সত্যতার প্রমাণ মিলেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বেশ কয়েকটি ঔষধের দোকানে।
    অথচ ওই সকল ঔষধ দোকান মালিকদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তানারা একেবারেই অস্বীকার করে বিভিন্ন কোম্পানির দোহাই দিয়ে বলেন কোম্পানিতেই স্যালাইন সংকট আমাদের চাহিদা মত তারা ও স্যালাইন দিতে পারছে না। কোম্পানির লোকেরা আমাদের কাছ থেকে দাম বেশি কাটছে বিধায় আমরাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।
    এক্ষেত্রে একজন ফার্মেসি মালিকের কাছে আজকের মালের চালান দেখতে চাইলে সে গরিবওসি করে দোকান থেকে বেরিয়ে অন্যত্র চলে যায়।
    এতেই বোঝা যায় কোম্পানির অজুহাত দেখিয়ে জীবন মরণ সন্ধিক্ষণে অসহায় অবস্থায় থাকা রোগীদের কাছে অধিক দামে ঔষধ বিক্রি করছে অসাধু ফার্মেসি মালিকরা।
    এদিকে খুলনার সরকারি হাসপাতালগুলোতে ঔষধ ও স্যালাইন সংকট নিরসনের ব্যাপারে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নিকট তানার মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন সারা দেশ জুড়ে হঠাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা এত পরিমাণে বেড়ে গেছে যা সামাল দিতে কর্তব্যরত চিকিৎসকরা দিনরাত ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
    পাশাপাশি গত ১ মাস যাবত গ্লুকোজ স্যালাইন ও সাধারণ স্যালাইন সাথে কিছু প্রয়োজনীয় ওষুধের ও সংকট দেখা দিয়েছে তবে এ সংকট অতি অল্প সময়ের মধ্যে উতরে ওঠা যাবে। এব্যাপারপ স্বাস্থ্য অধিদপ্তর উদ্যোগ নিয়েছে।
    স্বাস্থ্য পরিচালক আরো বলেন এই দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে সরকারি হাসপাতালের কোন কর্মকর্তা যদি অসৎ উপায় অবলম্বন করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি বহিরাগত ঔষধ ব্যবসায়ী ফার্মেসি মালিকদের উদ্দেশ্য করে বলেন এরা বরাবরই মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অসৎ পথে অর্থ উপার্জন করতে দ্বিধাবোধ করেনা। তবে এদের বিরুদ্ধে গতকাল ভোক্তা অধিকার সংস্থা অভিযান চালিয়ে বেশ কিছু দোকানে জরিমানা করেছে বলে আমি শুনেছি।
    তবে ভোক্তা অধিকার সংস্থা কর্তৃক যদি এই অভিযান অব্যাহত রাখে তাহলে সাধারণ ভুক্তভোগী মানুষেরা উপকৃত হবে সাথে ও আমি খুশি হব।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST