রশিদুল ইসলাম
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন মাননীয় সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে সংযোগ সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন তিনি। এই রাস্তাটি ইশোরকোল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে কাশিয়াবাড়িরহাট পযন্ত সংযুক্ত করা হয়েছে। এসময় মন্ত্রী বলেন,দেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য এবং বিএনপি জামায়াত জোট নির্বাচনকে ভন্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। আমাদের উন্নত দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও ঠিক সেইভাবে নির্বাচন হবে। আমাদের সংবিধানে যেটা লিপিবদ্ধ করা আছে সেইভাবেই নির্বাচন করতে হবে। সংবিধানকে সম্পূর্ণ তো রেখে মাননীয় প্রধানমন্ত্রী সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর। বিএনপিরজামায়াত যতই চেচামেচি করুক, যতই অগ্নি সন্ত্রাস করুক, যতই উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার জন্য অরাজকতা সৃষ্টি করুক আমরা মনে করি এদেশের ১৭ কোটি মানুষ হাসিনার নেতৃত্ব ঐক্য। শেখ হাসিনার উন্নয়নের প্রতি দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস রয়েছে। বিএনপি এবং বিএনপি’র জামাতকে বলতে চাই যদি আপনারা এতই জনপ্রিয় হন তাহলে নির্বাচনে এসে আপনারা আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। নির্বাচন আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসে নির্বাচনে আপনারা শরীক হন। জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আমরা বলতে চাই আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে দিবে। যেটা ব্যতিক্রম ঘটেছিল ২০০১ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতা হস্তান্তর করেছিল। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, কাকিনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তাহির তাহু,তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কমলেন্দু রায় মিন্টু, কাকিনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম মানিক, ইউপি সদস্য ইয়াকুব আলী, রশীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ