রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধ
সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় নব নির্মিতি দুর্গাপুর সেতু উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ের সড়ক ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি সারাদেশে নবনির্মিত এসব সেতু উদ্বোধন করেন তিনি।
দুর্গাপুর সেতু উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঝুমা তালুকদার, ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স, মহিলা পরিষদ ভাইস চেয়ারমান পারভীন আক্তার। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান আনছারী, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, থানা ওসি উত্তম চন্দ্র দেব, নেত্রকোনার উপ সহকারী প্রকৌশলী(সওজ) মো. হাফিজুর রহমান, ঠিকাদারের প্রতিনিধি মো. মামুনুর উর রশিদ প্রমুখ।