ঢাকাFriday , 20 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে দুই হাজার বস্ত্র বিতরণ

দেশ চ্যানেল
October 20, 2023 11:32 am
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে সার্বজনীন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে প্রায় দুই হাজার হিন্দু ধর্মালম্বাদী অসহায় নারী -পুরুষের মাঝে (শাড়ি ও লুঙ্গি) বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে শহীদ এম.মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,সিরাজগঞ্জ সদর- কামারখন্দ -২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। অসম্প্রদায়িক চেতনায় সকলকে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। এ পূজো সবার। তাই প্রত্যেকেই যাতে এই দিনগুলি আনন্দে কাটাতে পারেন তার জন্যই দুঃস্থ মায়েদের ও বোনেদের মুখে হাসি ফোটাতেই বস্ত্র বিতরণের এ আয়োজন। আগামীতে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা জেলা দূর্গা পূজা উদযাপন পরিষদকে এই বস্ত্র বিতরণের মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আগামীতে এ বিতরণ আরোও বড় পরিসরে করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান,পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপি এম বার, পিপি এম বার,জেলা আ’লীগের সহ সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস,কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাণ গোবিন্দ্র চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা হেনরী,জেলা পরিষদের সদস্য একরামুল হক,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা,জেলা আ’লীগ নেতা মিজানুর রহমান দুদু, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ,শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক হীরক গুণ, সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলক, ও সাধারণ সম্পাদক জনি সাহা, দৈনিক শ্যামল বাংলা প্রতিকার বার্তা সম্পাদক পিনু ঘোষ,বনিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জী, দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর, দৈনিক আজকের সংবাদের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব,দৈনিক দেশ চ্যানেলের জেলা প্রতিনিধি ও ডেইলী সিরাজগঞ্জ নিউজের বিশেষ প্রতিনিধি নজরুলসহ কেন্দ্রীয়,জেলা,উপজেলা ও থানা পর্যায়ের সকল হিন্দু ধর্মালম্বী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি রিংকু কুন্ডু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST