রশিদুল ইসলাম
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক মেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রমজান আলী(১৯) বিরুদ্ধে। অভিযুক্ত রমজান আলী উপজেলার কাকিনা ইউনিয়নের চার মাথা এলাকার মৃত সাত্তার আলীর পুত্র। এ ঘটনায় মেয়েটির পিতা বাদি হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, মাদ্রাসায় আসা–যাওয়ার পথে প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন রমজান আলী একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং রমজান আলী বিয়ের কথা বলে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন।
২৬ অক্টোবর আনুমানিক রাত ৮.৩০ ঘটিকার সময় রমজান আলী মোবাইল ফোনে ভুক্তভোগীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডেকে নিয়ে ইউনিয়নের মহিষামুড়ি চার মাথা উত্তর পাশে ব্রীজের নিচে নিয়ে গিয়ে পূর্বের ন্যায় শারিরীক মেলামেশার প্রস্তাব দিলে মেয়েটি রাজী না হওয়ায় রমজান আলী জোরপূর্বক ধর্ষণ করেন ।
মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রমজান আলী মেয়েটিকে বিবাহ করিবে বলে তার বাড়িতে নিয়ে যায় অতঃপর মেয়েটিকে তার বাড়িতে রেখে পালিয়ে যান।
এ বিষয় কাকিনা ৯ নং ওয়ার্ডের সদস্য রমজান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন মেয়ের বাবা একজন ভিক্ষুক তিনি আমার কাছে এসেছিলেন বিষয়টা আমরা সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু ছেলে পলাতক এবং ছেলের কেউ গুরুত্ব দিচ্ছে না তাই আমি মেয়ের বাবাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয় ।
অভিযুক্ত রমজান আলী ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন যদি এজাহার হয়ে থাকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।