পুঠিয়া থানা প্রতিনিধি মুন্না আলী( রাজশাহী)
পুঠিয়ায় জমি জমাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে দুই পক্ষের ১৫ জন আহত হয়েছে বলে জানাগেছে।
রবিবার( ১২) তারিখ সকালে পুঠিয়ার দাশ মরিয়া গ্রামে এ সংঘর্ষ ঘটে। অনেকদিন যাবত দুই পক্ষের মাঝে জমি নিয়ে ঝামেলা চলছিল থানা পুলিশ করে ও কোন কাজ হয়নি। তার কিছুদিন পর এ ঘটনা ঘটেছে
এ বিষয়ে এক আহত ব্যক্তি জানাই কিছুদিন আগে কিছু আম গাছ ও গতকাল বেশ কিছু কলাগাছ কেটে ফেলেছে মোস্তাকের লোকেরা আরো জানান জমির খাজনা খারিজ সবকিছু আমাদের নামে চলে।
এ বিষয়ে জানতে চাইলে মোস্তাকের দলের এক আহত ব্যক্তি জানায় তারা জমিতে যাওয়াতে দলবল নিয় হামলা চালায় তাদের ওপর।
এ বিষয়ে এখনো মামলা করেনি তবে মামলা করবে বলে জানিয়েছেন।