মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরবউডুবা গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ (৮ ডিসেম্বর) শুক্রবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার চরবউডুবা গ্রামের জয়নাল বয়াতীর দেড় বছরের কন্যা মিথিলা খেলার ছলে বসত ঘরের পাশে থাকা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে শিশুটিকে দেখতে না পেয়ে তার পরিবর্তন লোকজন শিশুটিকে খুজতে থাকে।খোঁজখুজির একপর্যায়ে শিশুটি বসত ঘরের পাশে পুকুরে পড়ে থাকতে দেখেন, তাৎক্ষণিক শিশু মিথিলাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে।
এসময় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিৎকিসক শিশুটিকে পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। শিশু মিথিলার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।