ঢাকাSaturday , 16 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ট্রলার ডুবিতে নিহত-২,নিখোঁজ বেশ কিছু

দেশ চ্যানেল
December 16, 2023 4:08 pm
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ

মুন্সিগঞ্জ পদ্মার শাখা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় প্রায় ৪০ জন যাত্রী সহ একটি ট্রলার ডুবে গেছে।শনিবার(১৬ই ডিসেম্বর)সন্ধ্যা ৬টার দিকে টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।ট্রলার ডুবিতে ২জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।নিহতরা হলেন, নারায়ণগঞ্জের কাশিপুর এলাকার ফারুকের মেয়ে ফাইজা (৬) ও টঙ্গিবাড়ি উপজেলার মান্দ্রা এলাকার নজরুল বেপারীর মেয়ে শেফা (১৫)।প্রত্যক্ষদর্শী সূএে জানাযায়-প্রায় ৩৫-৪০ জন যাত্রী নিয়ে হাসাইল চর থেকে হাসাইল বাজারের দিকে যাচ্ছিলো ট্রলারটি।এ সময় মাওয়াগামী একটি বালুবাহী বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়।এতে ডুবে যায় ট্রলারটি।স্থানীয়রা তাৎক্ষণিক এগিয়ে গিয়ে কয়েকজনকে উদ্ধার করলেও নিখোঁজ হন বেশ কয়েকজন যাত্রী।পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।টঙ্গিবাড়ি থানার ওসি রাজীব খান বলেন-এখন পর্যন্ত ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বাল্কহেডটি জব্দ করা হয়েছে।এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসেন বলেন-স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ট্রলার ডুবির ঘটনাটি জানতে পেরেছি।বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তবে তাদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST