ঢাকাWednesday , 20 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী লড়ির সাথে অটোভ্যানের সংঘর্ষে দুজন নিহত, আহত-৪

দেশ চ্যানেল
December 20, 2023 4:29 pm
Link Copied!

মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের কালাই উপজেলাই তেলবাহী লড়ির সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই টিএন্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত এবং আহত ব্যক্তিরা সকলেই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের বাসিন্দা। নিহত সোবাহান আলী (৬০) পিতা- মৃত জিয়াউদ্দিন এবং নিহত রফিকুল ইসলাম (৪৫) পিতা- গুদলি মিয়া।

আহত ব্যাক্তিরা হলেন- সুজাউল ইসলাম (৫০) পিতা-শাহাদত আলী, মুনছর আলী (৩২) পিতা- আয়েজ উদ্দিন, কোরবান আলি (৪৬) পিতা- রজিব উদ্দিন এবং আইজুল (৩৭) পিতা- বাচ্চু মিয়া।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রাম থেকে কাজ শেষে অটোভ্যানে বাড়ির দিকে ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামে ফেরার পথে পেছন থেকে তেলবাহী লরি অটোভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় তেলবাহী লরিটি রাস্তার উত্তর পাশের খাদে উল্টে পড়ে যায় আর অটোভ্যানের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্মরত চিকিৎসক সুজাউলকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর রফিকুল ইসলামকে জপুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে রফিকুল মারা যায়। আহতরা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

কালাই থানার অফিসার ইনচার্জ মো. ওয়াসীম আল বারী বলেন, দুর্ঘটনার পর থেকে তেলবাহী লরির ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST