ঢাকাFriday , 22 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

শৈলকূপায় নসিমন-মাহেন্দ্র দুর্ঘটনায় নিহত ০২

দেশ চ্যানেল
December 22, 2023 11:04 am
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকূপায় নসিমন মাহেন্দ্র মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও তিন জন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাগুরা দরবার শরীফ থেকে মাহফিল শেষে বাড়ি ফেরার পথে শৈলকূপার লাঙ্গলবাঁধ- শ্রীপুর সড়কের শেখপাড়া নামক স্থানে নসিমন ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ০২ জন নিহত ও ০৩ জন গুরুতর আহত হন। ২২ ডিসেম্বর (শুক্রবার) ভোর রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শৈলকূপা উপজেলার নওপাড়া গ্রামের জেহের আলী বিশ্বাসের ছেলে মাহেন্দ্র চালক বাবু বিশ্বাস (৫০) এবং একই উপজেলার কবিরপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান (৬৭)। এছাড়া গাড়িতে থাকা ফাজিলপুর গ্রামের স্বপন মিয়াসহ ০৩ জন গুরুতর আহত হন।
এ বিষয়ে শৈলকূপার লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হামিদুল ইসলাম জানান, মাগুরা দরবার শরীফ থেকে বাড়ি ফেরার পথে শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের শেখপাড়া নামক স্থানে মাহেন্দ্র-নাসিমন মুখোমুখি সংঘর্ষ ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়ার সময় পথি মধ্যে মাহেন্দ্র চালক বাবু বিশ্বাস ও আসাদুজ্জামান নামের দুইজন মারা যান। গুরুতর আহত ৩ জন কুষ্টিয়া ও মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST