ঢাকাThursday , 28 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া লেগুনা ও পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত আহত ৮জন।

দেশ চ্যানেল
December 28, 2023 7:13 am
Link Copied!

মোঃ আরফাতুল ইসলাম
কক্সবাজার জেলা,প্রতিনিধি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) চকরিয়ার উত্তর হারবাং কলাবাগান এলাকায় সকাল সাড়ে ৭টায় কক্সবাজার মূখী গাজীপুর থেকে ছেড়ে আসা জোনাকি পরিবহনের একটি পিকনিক বাস ও চট্টগ্রাম মূখী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন শ্রমিক নিহত ৮জন আহত হয়।
ঘটনা সূত্র জানায়,
গাজীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কক্সবাজারের দিকে আসছিল,পিকআপ ভ্যানটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল এই সময় মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে ৪জন নিহত ৮জন আহত হয়
নিশ্চিত করেছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ এসআই খোকন কান্তি রোদ্র।

নিহতদের পরিচয়- চকরিয়া-হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান,একই ইউনিয়নের সামাজিক পাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন,বটতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন তবে দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। এসআই খোকন রোদ্র জানান, কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাওয়া একটি ও চট্টগ্রামমুখী লেগুনা হারবাং কলাতলী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চার যাত্রী নিহত হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া-চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক ও এসআই খোকন কান্তি রুদ্র। এতে ৮ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে,তিনি আরও জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর ও গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST