মোঃশাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধি।
আজ পঞ্চগড়ের বোদায় ৫০ পিস ট্রেপেন্ডাল সহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করে বোদা থানা পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী।
গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানা অফিসার্স ইনচার্জ মোজাম্মেল হকের নির্দেশনায় তাদেরকে আটক করা হয়, তাদের কাছ থেকে ৫০পিস ট্যাপেন্ডাল উদ্ধার করা হয়, আটককৃতরা হলেন,মোঃশাহিনুর ইসলাম, পিতা মোহাম্মদ আবুল হোসেন গ্রাম কালেস্বর পাড়া,ভুল্লী ঠাকুরগাও।উক্ত আসামিদের ময়দানদিঘি বাজারে মহাজন পাড়া আবু সায়েম এর মুদির দোকানের পাশে উক্ত আসামীদের
গ্রেফতার করে আসামিদের সাথে থাকা ৫০ পিস ট্যপেন্ডাল উদ্ধার করা হয়।মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন বোদা থানার এস আই মোঃ আব্দুস সালাম,এ এস আই মোঃ সাজেদুর রহমান। মাদকদ্রব্য আইনে বোদা থানায় মামলা হয়। মামলা নং- ২৫। আসামীদ্বয়কে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।