মোঃআমিরুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে আনসার ভিডিপি দলনেত্রী তহসিনা বেগমের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।মঙ্গলবার বিকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর প্রধানগছ গ্রামের কাদের আলীর শোয়ার ঘরের আগুন লাগার ঘটনাটি ঘটে।জানা যায়,মঙ্গলবার বিকালে কাদের আলীর খড়ি ঘর হতে আগুন লেগে শোয়ার ঘর পর্যন্ত অর্ধেক আগুনে পুড়ে যায়। এসময় আনসার ভিডিপি ইউনিয়ন দলনেত্রী তহসিনা আক্তার ফায়ার সার্ভিস অফিসে ফোন দেন এবং তাদের সাথে পানি ছিটানোর কাজে সহযোগিতা করেন। পরে আগুন নিয়ন্ত্রনে আসে।
তিনি দীর্ঘদিন ধরে সমাজের উন্নয়ন মুলক কাজে নিজেকে সম্পৃক্ত করে আসছেন। এলাকার করো বিপদের খবর পেলে তাৎক্ষণিক ছুটে যান তিনি। তার এমন কার্যক্রমে সেখানকার এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তেতুলিয়া উপজেলার আনসার ভিডিপির একজন দলনেত্রী সদস্য হয়েও এলাকা বেশ সুনাম অর্জন করেন তিনি।বাহবা পেয়েছেন এলাকায়।
জানতে চাইলে তহসিনা আক্তার বলেন, আমি আমার বাকি জীবনটা মানুষের সেবা করে কাটাতে চাই। মানুষের বিপদে আপদে পাশে থাকতে চাই।