জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আলমসাধু দূর্ঘটনায় বাদশা মিয়া নামে এক চালক নিহত হয়েছেন।
রবিবার (২৮ জানুয়ারি) ভোররাতে হরিণাকুন্ডু উপজেলার শহরের হলবাজার এলাকায় আলমসাধু উল্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়ার বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার কিসমতপুর গ্রামে।
হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, গভীর রাতে বাদশা মিয়া নিজের আলমসাধু নিয়ে ভবানীপুর থেকে শ্বশুরবাড়ি শ্রীফলতলার দিকে যাচ্ছিলেন। পথে হরিণাকুন্ডু পৌরসভার হলবাজার-ফলসী সড়কের কাচারীপাড়া নামক এলাকায় পৌঁছালে আলমসাধুটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
সকালে রাস্তার উপর তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।