মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে তাড়াইল থানা পুলিশ।
স্থানীয় লোকমারফতে জানা যায়, মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৭টায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের সিংধা চকপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে দুলাল মিয়ার মরদেহ সিংধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পড়ে থাকতে দেখে তার আত্মীয়-স্বজন থানায় সংবাদ পাঠায়। এসআই আসিবুল হক ভুঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তাড়াইল থানার এসআই আসিবুল হক ভুঁইয়া বলেন, মৃত দুলাল মিয়ার আত্মীয়-স্বজন বেলা ১০টায় থানায় সংবাদ পাঠালে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে দেখি বাড়ির উঠোনে মরদেহটি রাখা আছে। প্রাথমিক ভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মানসুর আলী আরিফ বলেন, প্রাথমিক তদন্তে দুলাল মিয়ার শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন না থাকায় ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, মৃত দুলাল মিয়ার ছেলে রনি মিয়া বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।