ঢাকাWednesday , 31 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • খুলনার আকাশে ঘন মেঘ ভোর থেকে শুরু হয়েছে মাঘের দ্বিতীয় দফার বৃষ্টি!

    দেশ চ্যানেল
    January 31, 2024 6:33 am
    Link Copied!

    বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

    খুলনার আকাশে ঘন মেঘ ভোর থেকে শুরু হয়েছে মাঘের দ্বিতীয় দফার মুষলধারা বৃষ্টি অসহায় ছিন্নমূল খোলা আকাশের নিচে থাকা দরিদ্র মানুষ সাথে দুশ্চিন্তার কালো মেঘে গ্রাস করেছে কৃষকদের।
    এমনটি দেশের বিজ্ঞ আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী পৌষের মাঝামাঝি থেকে মাঘের প্রথম সপ্তাহ জুড়ে টানা শীতের শৈত্যপ্রবাহ ও তীব্র চোখ রাঙানোর দাপটে মানুষ তথা জীব বৈচিত্রসহ প্রাণীকূল ঘন কুয়াশা ও কনকনে শীতে নাকাল করবে কিন্তু পরে আবহাওয়া তার বৈরীরূপ কিছুটা পরিবর্তন করে জানুয়ারীর শেষ নাগাদ দেশের বেশ কিছু এলাকা জুড়ে শুরু হতে পারে মেঘের দ্বিতীয় দফার বৃষ্টি আর ঠিক সেই তথ্য অনুপাতে আজ ৩১ জানুয়ারী বুধবার ভোড় থেকে শুরু হয়েছে মুষলধারা বৃষ্টি তলিয়ে গেছে রাস্তাঘাট জমেছে বোরো ধানসহ রবিশস্যের নিচে পানি।
    এতে জনজীবন সহ জীববৈচিত্র ও প্রাণীকুল চরম অসহায়। সাথে বড় কষ্টে ছিন্নমূল খোলা আকাশের নিচে থাকা মানুষেরা।
    ফলে নিম্ন শ্রেণীর দিনমজুর খেটে খাওয়া মানুষদের কর্মস্তম্বিত হয়ে পড়েছে। এদিকে অধিক শীতের দাপট ও বৃষ্টির প্রভাবে ঘর থেকে বেরোতে পারছে না অনেকেই।
    সাথে কৃষকের চলতি মৌসুমের বোরো ধানসহ সকল ধরনের রবি শস্যর ক্ষতির আশঙ্কা রয়েছে।
    আর শীতের ভিতরে মাঘের বৃষ্টি আরো দুই থেকে তিন দিন থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    আবহাওয়ার এই পূর্বাভাসে খুলনা বিভাগের কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়ে পড়েছে চরম দুশ্চিন্তার কবলে।
    এদিকে দেশের আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞ ব্যক্তিরা গত সপ্তাহের শেষ নাগাদ আবহাওয়ার পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে মাঘের এই শীতের দাপটের মধ্যো ভয়াবহ দুঃসংবাদ দিয়ে জানিয়েছেন বিরাজমান আবহাওয়ার এই প্রতিকূলতায় মুষলধারা বৃষ্টিকে সাথে নিয়ে জেঁকে বসতে পারে আরো তিন থেকে চার দিন ।
    যা তারই প্রভাবে আজ বুধবার খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় সকাল থেকেই মুষলধারা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি বজ্রবৃষ্টিতে পরিণত হতে পারে এছাড়া দেশের অন্যত্র স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও শীতের দাপট কিছুটা হলেও কম থাকবে ফলে আস্তে আস্তে হ্রাস পাবে মেঘের ঘনঘটা আবারনে
    শৈত্যপ্রবাহ।
    এদিকে কৃষি অধিদপ্তরের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন এখন বর্তমান বোরো ধান রোপনের ভরা মৌসুম তাছাড়া মাঠে অনেক রবিশস্য রয়েছে পাশাপাশি রয়েছে শীতের শাক সবজি।
    আর এ সময় যদি লাগাতার বৃষ্টি হয়ে ফসলের গোড়ায় পানি জমে যায় সে ক্ষেত্রে ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
    ফলে কৃষকদের পরিশ্রমের ফসলের ক্ষেত্রে গুনতে হবে লুকসান।
    আর এর প্রভাব বর্তাবে বাজারের ক্রেতা সাধারণের ওপর।
    এমনিতে সকল ধরনের শাকসবজি অন্যান্য বছরের তুলনায় দাম আকাশছোঁয়া। তারপর যদি আবার লাগাতার বৃষ্টির কারণে ফসল বিনষ্ট হয় সে ক্ষেত্রে দাম আরো অধিক বাড়বে বলে তার কোন বিকল্প নাই।
    অপরদিকে খুলনার বিভাগীয় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞকর্তা আমিরুল আজাদের সঙ্গে আজকের আবহাওয়া বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আবাহার এ ধরনের প্রতিকূল প্রস্তুতি হবে তা আগের থেকেই আমরা পূর্বাভাস দিয়েছি।
    তিনি আরো বলেন পৌষ মাঘ মাসে অতি শীতের মধ্য বৃষ্টি হলে সাধারণ খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল খোলা আকাশের নিচে থাকা অসহায় মানুষ সহ কৃষকদের বড় ধরনের ধাক্কা সামলাতে হয়।
    পাশাপাশি বয়স্ক ও নবজাতক শিশুদের স্বাস্থ্যগত ক্ষেত্রেও অসাবধানতার কারণে ভয়ানক ক্ষতিকর পরিস্থিতি হয়ে ঠান্ডায় আক্রান্ত রোগ যেমন নিমুনিয়া জ্বর কাশি আমাশা এ সকল রোগ শীত মৌসুমে এধরণের সময় গুলোতেই বেশি পরিলক্ষিত হয়।
    ফলে এদের প্রতি পরিবারের পক্ষ থেকে যত্নবান হতে হবে।
    তিনি আরো বলেন আজকের দিন অতিবাহিত হলে আগামী দিন সকাল থেকে বলা যেতে পারে বৃষ্টি কয়দিন যাবৎ স্থায়িত্ব হতে পারে এবং শীতে তীব্রতা কতটা বাড়তে পারে।
    তবে তিনি এও বলেন চলতি বছর জানুয়ারী ফেব্রুয়ারীর মাঝামাঝি পর্যন্ত কয়েক ধাপে শীতের প্রকোপ জেঁকে বসার সম্ভাবনার সংকেত পাচ্ছে আবহাওয়াবিদরা ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST