রাশেদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সকল ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বরা।
৩ ফেব্রুয়ারী (শনিবার) সকালে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দীন মুহিনের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদৌস এমপি, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা – অধ্যাপক ওয়ালি উল্যাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান – মাহবুব মুর্শেদ লিটন, উপজেলা ভাইস- চেয়ারম্যান কেফায়েত উল্যাহ, পৌর মেয়র কে এম ওবায়দুল্লাহ বিপ্লব সহ প্রমুখ।
সভাপতি বক্তব্য মোহাম্মদ আলী বলেন – আমরা একটি বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করছি।এই দ্বীপ টাকে নিয়ে আমার বহু স্বপ্ন আছে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন দ্বীপ বাসীর স্বপ্ন পূরণ করবো।ইতিমধ্যে আমি বিভিন্ন মন্ত্রীর দপ্তর থেকে আপনাদের জন্য বাজেট অনুমোদন করতেছি। আমি চাই দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে গড়বো নতুন একটি আলোকিত দ্বীপ।
এ সময় সকল ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ে করেন।এবং উন্মুক্ত ভাবে সকলের কথা শুনেন বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।