ঢাকাMonday , 5 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী আর নেই।

দেশ চ্যানেল
February 5, 2024 9:22 am
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ

বরিশালের হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী মারা গেছেন।

আজ(৫ ফেব্রুয়ারী) সোমবার ভোরে অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন তার ভাগনে মোঃ আনিচুর রহমান।

তিনি দেশ চ্যানেলকে বলেন, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী গত কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করছিলেন। রোববার দুপুরে জ্বর নিয়ে তিনি ঢাকার ভাড়া বাসায় যান। সেখানে ভোরের দিকে বেশি অসুস্থ হয়ে পড়েন।পরবর্তীতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুইবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাবেক সহসভাপতি ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন।
এছাড়াও তিনি বরিশাল -৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ নাথের অনুসারী ছিলেন।

উপজেলা চেয়ারম্যানের ভাগনে মোঃ জনি আরো জানান, তার প্রথম জানাজা নামাজ বাদ যোহর হিজলা উপজেলা চত্বরে ও দ্বিতীয় জানাজা নামাজ বাদ আসর গুয়াবাড়িয়া নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST