মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটের সিমান্তবর্তি পাঁচবিবি উপজেলাই ৫২ (বায়ান্ন) বোতল FAIRDYL সহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডিবি পুলিশ।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউপির উচনা দত্তপাড়া গ্রামে ৫২(বায়ান্ন) বোতল FAIRDYL সহ হাবিবুর নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ধৃত আসামী মোঃ হাবিবুর রহমানের বসতবাড়ীর উত্তর পার্শ্বে পায়েহাটা কাঁচা রাস্তার উপর হইতে ৫২(বায়ান্ন) বোতল FAIRDYL গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামী মোঃহাবিবুর রহমান(৩২)পিতা
মোঃফজলুর রহমান সাং উচনা দত্তপাড়া পাঁচবিবি।
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় সোমবার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ সাগর সরকার, এসআই (নিঃ) নূরুল ইসলাম, এএসআই(নিঃ) মাহমুদ, এএসআই(নিঃ) মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানাধীন ধরঞ্জী ইউপির অন্তর্গত উচনা দত্তপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ হাবিবুর রহমানের নিজবাড়ীর উত্তর পার্শ্বে পায়ে হাটা কাঁচা রাস্তার উপর হইত গ্রেফতার করে।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।