মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জের নব্যচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। নব্যচর হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সভাপতি আলহাজ্ব মোঃ উবায়দ্দৌলা চৌধুরী সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, কাজলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ তাইজুল ইসলাম তারা, চারপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শাহ আলম, ইউপি সদস্য নজরুল ইসলাম, সাবেক মেম্বার শফিউল আলম চাঁন প্রমূখ।
মনোজ্ঞ ডিসপ্লে শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের বিএসসি শিক্ষক আলাল উদ্দিন। সার্বিক সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।