নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে গরীবের মেহমান খানার আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর জুম্মার নামাজের পর উপজেলার গরীব মানুষকে দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে যাদুরাণী বাজারে সেচ্ছাসেবী সংগঠন গরীবের মেহমান খানার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হালেমা ফাউন্ডেশন এর পরিচালক আব্দুল হামিদ, হরিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, জেলা পরিষদ সদস্য আনিসুজ্জামান শান্ত,
যাদুরাণী বাজার গরীবের মেহমান খানা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ,সাংগঠনিক সম্পাদক মজিরউদ্দিন মনু,যাদুরাণী বাজার বণিক সমিতির সভাপতি সেকেন্দার আর্মি, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।