জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১২ ফেব্রুয়ারী) সহকারী অধ্যাপক মাওলানা নুরুন্নবী এর উপস্থাপনায় এ দোয়া অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন এর সভাপতিত্বে দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য এ দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়।
দাখিল পরীক্ষার ওএমআর শিট কিভাবে পূরণ করতে হবে শিখিয়ে অত্র মাদ্রাসার উপাধাক্ষ মাওলানা আল মারুফ।
দাখিল পরীক্ষার্থী ২০২৪ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য পেশ করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন। তিনি ছাত্রছাত্রীদের পরীক্ষায় পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে কি করণীয় ও কি বর্জন করতে হবে বলেন।
এছাড়াও বক্তব্য পেশ করেন ভাইস প্রিন্সিপাল মাওলানা আল মারুফ। তিনি এমসিকিউ প্রশ্নের উত্তর ও লিখিত প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে পরামর্শ দেন। সহকারী অধ্যাপক মাওলানা হাফেজ আব্দুল করিম। তিনি তোমরা পরীক্ষায় কৃতিত্বের সাথে সামনে আলিম পরীক্ষায় আহবান জানান।
দাখিল পরীক্ষার্থী ২০২৪ সালের সকল ছাত্রছাত্রীদের এডমিট কার্ড প্রদান করা হয়। মাদ্রাসার পক্ষ থেকে ক্লিয়ার ফাইল ও কলম উপহার প্রদান করা হয়।
দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা মাদ্রাসায় ৮ টি চেয়ার উপহার প্রদান করে।
দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করেন আরবী প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রভাষক আবুল বাশার, মেরিনা সুলতানা, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান পিন্টু, আনোয়ার হোসেন, মফিজুর রহমান, রবিউল ইসলাম, আতিয়ার রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, মোমিনুর রহমান, রুপালি খাতুন, সীমা খাতুন, জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান প্রমুখ।