জেলা প্রতিনিধি ( নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন নড়াইল জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক রোজিয়া সুলতানা চামেলী। দ্বিতীয় বারের মতো তিনি ওই বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত হলেন।
১৬ মার্চ (শনিবার) নব গঠিত লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের জন্য সকাল ১০ টায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ হামিদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় অভিভাবক প্রতিনিধি মোঃ জাকারিয়া নব গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে রোজিয়া সুলতানা চামেলীর নাম প্রস্তাব করে। সাধারণ সভায় উপস্থিত সকল সদস্য কমিটির সভাপতি হিসাবে রোজিয়া সুলতানা চামেলীকে সমর্থন দিলে এবং অন্য কোনো প্রার্থী না থাকায়,প্রধান নির্বাচন কমিশনার ও লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ হামিদ ভূইয়া বিধি মোতাবেক রোজিয়া সুলতানা চামেলীকে ম্যানেজিং কমিটির সভাপতি ঘোষণা করেন। এবিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম রেজাউল ইসলামকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেন।
উল্লেখ্য, রোজিয়া সুলতানা চামেলী এমএ ডিগ্রিতে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িত করে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।