মাসুদ মীর । বাগেরহাট প্রতিনিধিঃ
মোল্লাহাটে (রবিবার ১৭মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের ছাত্র/ছাত্রী বৃন্দ এ প্রতিযোগিতায় অংশ নেয়। উপজেলা শিল্পকলা ্একাডেমি চত্তর ও উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা। সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আকতার। আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা মন্ডল, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহকারী প্রোগ্রামার তানিয়া ফেরদৌসী, আইজি আই প্রকল্পের খাদিজা খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ, কিশোর-কিশোরী ক্লাব ও নারী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।