মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাক উল্টে চালক নিহত হয়েছে।
বুধবার (২০শে মার্চ) দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মোসাদ্দেক (৩০) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের উবাইদুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানা যায়, ইরতা গ্রামে রাস্তার মাটি ফেলে যাওয়ার সময় ট্রাকটির নিয়ন্ত্রণ হারায় চালক। পরে চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে পড়েন। রাস্তার পাশের খাদে ট্রাকটি উল্টে চালকেরই উপরে গিয়ে পরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে এ ঘটনায় হেলপার সুস্থ্য রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়ারুল ইসলাম বলেন, মোসাদ্দেকের মরদেহ উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার শিকার ট্রাকটি জব্দ করা হয়েছে । এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।