ঢাকাSaturday , 6 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের গরীব অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

দেশ চ্যানেল
April 6, 2024 10:52 am
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

” হাসি মুখে রক্তদান, বাঁচতে পারে লক্ষ প্রান ” এমনই স্লোগান নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় ঝিনাইদহের কোটচাঁদপুর ব্লাড । প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত তারা তিন হাজার ব্যাগের বেশি রক্তের চাহিদা পূরণ করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন। রক্তের চাহিদা পূরণের পাশাপাশি তারা সমাজের অসহায় পথশিশু ও দুস্থদের মাঝে প্রতিনিয়তই বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন।

পবিত্র ঈদ উপলক্ষে গত শনিবার সুবিধা বঞ্চিত অসহায় পরিবার দুস্থ পরিবার, পথশিশু ও এতিমদের মাঝে শতাধিক ঈদের উপহার পৌঁছে দেয়া হয় । এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন, সরকারি কে সি কলেজ ঝিনাইদহ এর প্রভাষক মোঃ আলমগীর হোসেন, কোটচাঁদপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, ডাক্তার মোঃ তানভীর জামান প্রতিক, কুশনা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, কোটচাঁদপুর মানবাধিকার সংস্থার সভাপতি ও সাংবাদিক মোঃ রেজাউল করিম, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান আপেলসহ সংগঠনের সকল পর্যায়ে সদস্যবৃন্দ । সারাদিনব্যাপী কর্মসূচি চলাকালীন সময়ে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে পবিত্র ঈদের উপহার পৌঁছে দেয়া হয়।

প্রতিটি প্যাকেটে ছিল সেমাই ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, কিচমিচ ২০/-, পাউডার দুধ ২০/-, সয়াবিন তৈল ৫০০ গ্রাম, পেঁয়াজ ৫০০ গ্রাম, রসুন ২৫০ গ্রাম, আলু ১ কেজি, শুকনা ঝাল ২৫ গ্রাম, সাবান ৭৫ গ্রাম, হুইল ২৫০ গ্রাম, শ্যাম্পু ৫ পিচ। এছাড়াও বেশ কিছু এতিম শিশুদের জন্য নতুন পোশাক এর ব্যবস্থা করা হয। কর্মসূচি শেষে সন্ধ্যায় কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের অফিসে পবিত্র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST