-আবুজর গিফারী
অদ্য ৮ এপ্রিল, ২০২৪, রোজ সোমবার, বেড়া উপজেলা পরিষদে হিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপ্তি ঘোষনা করা হয়েছে। রমজানের শুরুতে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল। বিভিন্ন পর্যায়ে মাসব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে হাফেজ আব্দুল্লাহ আল নোমান প্রথম স্থান অধিকার করেন। প্রথম পুরস্কার হিসেবে তাকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী
দ্বয় কেও পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হক বাবু, উপজেলা চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেজবাহ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেড়া প্রেসক্লাবের সভাপতি, মোঃ আব্দুল হান্নান, মোঃ উজ্জল হোসেন, সাংবাদিক, দৈনিক যায়যায়দিন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।সম্পূর্ণ অনুষ্ঠানটি স্পন্সর করেন, পল্লী সঞ্চয় ব্যাংক, বেড়া।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মোরশেদুল ইসলাম, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এখানে উল্লেখ্য যে, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় মাননীয় ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন নাই।