শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরা শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের গোপালগ্রামে অগ্নিকাণ্ডে দুটি গরু মারা গেছে এবং একটি গরুর অবস্থা আশঙ্কাজনক। জীবিত গরুটিকে উদ্ধার করতে গিয়ে জাহিদ হাসান(৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে গোপালগ্রামের পশ্চিমপাড়ার মৃত শামসুর রহমানের পুত্র মোঃ নাহিদ হাসানের বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। এতে করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ঐ পরিবারের সদস্যরা।পশুপালন ও কৃষির উপর নির্ভরশীল পরিবার অসহায় হয়ে পড়েছে। ঘটনা স্থান থেকে প্রত্যক্ষদর্শী মোঃ ইমদাদুল বিশ্বাস ও মাসুদ বিশ্বাস বলেন, বিদ্যুৎতের তারের সমস্যার কারণে এ দূর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                