ঢাকাTuesday , 16 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে ১১  জন নিহত

দেশ চ্যানেল
April 16, 2024 9:49 am
Link Copied!

মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :

ঢাকা – ফরিদপুর মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে ১১ জন ঘটনাস্থলে নিহত হয়।এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের অতিদ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। হাসপাতালে দুই জনে নিহত হয়েছে বলে সূত্রে জানা যায়। । মঙ্গলবার( ১৬এপ্রিল) সকাল ১০ টার দিকে কানাইপুর নামক স্হানে এ দুর্ঘটনাটি ঘটে।ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ ও ফায়ার সার্ভিস সহ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে।

 

একঐ পরিবারের নিহত পাঁচজন হলেন ফরিদপুর বোয়ালমারী বেজিডাঙ্গা গ্রামে রফিক মোল্লা,( ৩৪) তার মা,স্ত্রী সুমি বেগম( ২৪)দুই ছেলে রুহান মোল্লা (৬) হাবিব মোল্লা( ৩)।ছুটি শেষ করে মা স্ত্রী ছেলেকে নিয়ে পিকআপ ভ্যানে করে ঢাকায় উদ্দেশ্যে রওনা হয়। নিহত বাকিদের এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।

 

বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। এ সময় পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়েছে।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় ৪ জন আহতের খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST