ঢাকাSaturday , 27 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খুলনা- মোংলা মহাসড়কের সড়ক দূর্ঘটনায় ৩ ভ্যান যাত্রী নিহত।

দেশ চ্যানেল
April 27, 2024 5:18 am
Link Copied!

রামপাল প্রতিনিধি

বাগেরহাটের খুলনা- মোংলা মহাসড়কের সড়ক দূর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। শনিবার (২৭এপ্রিল) সকালে খুলনা- মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাক ও ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। বেপরোয়া গতির ট্রাক ড্রাইভার মোঃ সাফায়েত হোসেনকে (১৮) আটক করেছে পুলিশ। ঘাতক ট্রাক ড্রাইভার মোঃ সাফায়েত হোসেন যশোরের চৌগাছা থানার চান্দা আফরা গ্রামের সামছুল গাজীর ছেলে। বাগেরহাট পুলিশ মিডিয়া সেলের প্রধান সমন্বায়ক বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস জানান, ট্রাক ও ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোঃ সাইদ মোড়ল (৪৫)নামে এক ভ্যান যাত্রী নিহত হয়। তিনি রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের মোঃ রেজ্জাক মোড়লের ছেলে। স্থানীয়রা ভ্যান চালক ও অপর যাত্রীকে উদ্ধার করে দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা- নিরিক্ষা করে তাদের মৃত ঘোষনা করেন।

 

নিহত ভ্যান চালক মোঃ মনি হোসেন (৪৫) রামপাল উপজেলার কুমলাই গাববুনিয়া গ্রামের পিতা-মকবুল হোসেনের ছেলে ও নিহত অপর যাত্রী রামপালের ঝনঝনিয়া গ্রামের ইকলাচ মোড়লের ছেলে মোঃ আজাদ (৩৫)।

 

ওসি আরো জানান, ঘাতক চালক ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST