ঢাকাTuesday , 13 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান ছয় সমন্বয়ককে ছাত্রবন্ধু উপাধি দেওয়ার দাবী।

দেশ চ্যানেল
August 13, 2024 11:55 am
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ‘২৪ এর গনঅভ্যুত্থানে দেশ ও জাতীর জন্য ছিল একটি বিরল ইতিহাস। এদেশের ছাত্র-জনতা যে অবদান রেখেছেন তাহা ভুলার নয়। শিক্ষার্থীদের পাশাপাশি, শিক্ষক, গার্ডিয়ান, মিডিয়াসহ সকল শ্রেণী পেশা মানুষের সমন্নয়ে গঠিত একযোগে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হয়। আন্দোলনরত অবস্থায় ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরসহ মারা যান অনেকে এবং আহত শত শত মানুষ। তাদের রক্তের বিনিময়ে ফিরে পেলাম ৫৩ বৎসর পূর্বে স্বাধীন করা এদেশের পূর্ণ স্বাধীনতার গ্রাণ। সেই আন্দোলন বাস্তবায়নে আপাময় সকল জনতাসহ আন্দোলনের মুল ৬ ছাত্র নায়কের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

বিজ্ঞাপন

তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদ সোমবার সকালে শহরে একটি বিজয় মিছিল বের করে তাহা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন। উপস্থিত বক্তাগণ জানান, টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অধিকার পরিষদ টাংগাইল জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর সাংবাদিকদের বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ কোটা আন্দোলনকারীর প্রধান ছয় সমন্বয়ককে ছাত্রবন্ধু উপাধিতে ভূষিত করা হউক।

 

এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ টাংগাইল জেলার সদ্য সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম, সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, মশিউর রহমান, এ্যাড. সুজন আহমেদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ টাংগাইল জেলার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও ছাত্র অধিকার পরিষদ টাংগাইল জেলার সভাপতি ফাহাদুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST