নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি খুলনাঃ
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার গোন্ধামারী গ্রামের সুভাষ সরকার (কবিরাজ) এর পিতা প্রবিণ আওমীলিগ কর্মি, জামিনি সরকার ১০৩ বছর বয়সে এক ছেলে ও ৩ নাতনি ও ২ নাতি রেখে সকল কে কাদিয়ে গত ২৫/৭/২৩ তারিকে পরলোক গমন করেন,
আজকে সকালে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে, আত্মার শান্তি কামনার জন্য জ্ঞাতি ভোজের আয়োজন করা হয়, গেয়াতি ভোজে, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ বটিয়াঘাটা উপজেলার সভাপতি ও গোন্ধামারী মহালদার বাড়ি সার্বজনীন কালি মন্দির ও গোন্ধামারী সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির ও দুর্গা মন্দিরের সভাপতি শ্রী নিত্যানন্দ মহালদার গেয়াতি ভোঝে অংশগ্রহণ করেন এবং বলেন যামিনি বাবু একজন ভালো মানুষ ছিলেন, আমরা একজন আওয়ামী লীগ কর্মী হারালাম এ অভাব পূরণ হবে না, স্বর্গীয় জামিনি সরকারের নাতি জামাই (আদী রামকৃষ্ণ সম্প্রদায়ের মালিক) অমলেন্দু গাইন বলেন আমার দাদা শশুর একজন খুবই ভালো লোক ছিলেন, জীবনের অধিকাংশ সময় আমার সঙ্গে ছিলেন,বট গাছের মতো ছায়া হয়েছিল, আমি তার আত্মার শান্তি কামনা করি, এলাকার প্রায় ৫০০ জন আত্মীয়-স্বজন জ্ঞাতি বোঝ পূরণ করেন ও স্বর্গীয় যামিনী সরকারের আত্মার শান্তি কামনা করে।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                