ঢাকাSunday , 1 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বিএনপির দুই গ্রুপের পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

দেশ চ্যানেল
September 1, 2024 1:22 pm
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। রবিবার (০১ সেপ্টেম্বর) শহরের খেজুরতলাস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে ওই কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল নয়টায় উপজেলা বিএনপির ব্যানারে সাবেক এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের অনুসারী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও বন্যাদুর্গত মানুষের কষ্ট লাগবসহ মুক্তি কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম  মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী সানভী। অন্যদের মধ্যে বিএনপি নেতা কেএম মাহবুুবার রহমান হারেজ, আলহাজ্ব শফিকুল আলম তোতা, মাহবুবুল আলম হিরু, পিয়ার হোসেন পিয়ার, জিএম মোস্তফা কামাল, মোস্তাফিজার রহমান নিলু, আব্দুল মোমিন, মামুনুর রশিদ আপেল, তৌহিদুজ্জামান পলাশ, হুমায়ুন কবির বিপ্লব, যুবদল নেতা আশরাফউদ্দৌলা মামুন, শাহবুল করিম, স্বেচ্ছাসেবকদল নেতা কাওছার আহমেদ কলিন্স, কৃষকদল নেতা নুরুল ইসলাম নুরু, মহিলাদল নেত্রী নাসরিন আক্তার পুটি প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার দশটি ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ছাড়াও দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি (বহিস্কৃত নেতা) আলহাজ্ব জানে আলম খোকার অনুসারীরা পৌর বিএনপির ব্যানারে অনুরুপ কর্মসূচি পালন করেন। পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিএনপি  নেতা হাসানুল মারুফ শিমুল, আব্দুল করিম, সোহানুর রহমান লাবু, জসিম উদ্দিন মন্ডল, শাহ্ আরিফ, কৃষকদল নেতা আবু সাঈদ, আবু রায়হান আজাদ, শওকত আলী, যুবদল নেতা আইয়ুব আলী মন্ডল, তরিকুল ইসলাম সম্রাট,  মাহমুদ রোমান, ফারহাদ হোসেন, সাফিউল আলম সবুজ, মাহমুদুল হাসান লিটন, রফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST