ঢাকাSunday , 1 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে এক প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।

দেশ চ্যানেল
September 1, 2024 4:52 pm
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধি

লাখাই উপজেলার বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে দ্রুত পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

“দফা এক দাবী এক মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগ” এই স্লোগানে ০১ সেপ্টেম্বর রোজ রবিবার দুপুর ১২ ঘঠিকার সময় হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহা সড়কের বামৈ পশ্চিম বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন ছাত্র-ছাত্রীরা।

 

বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বিক্ষোভকারী ছাত্র-ছাত্রী বৃন্দ।

বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা জানান,বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর বিরুদ্ধে বার বার দূর্নীতি ও অনিয়মের কারণে দ্রুত পদত্যাগের দাবী জানাচ্ছি এবং বামৈ সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী যতদিন পর্যন্ত পদত্যাগ না করবেন ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে বলে কঠোর হুশিয়ারি প্রদান করেন তারা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি জানান বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগের দাবীতে একটি স্মারকলিপি পেয়েছি এবং সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য যে” গত ২৫ আগস্ট রোজ রবিবার সকাল সাড়ে ১০ ঘঠিকার থেকে সাড়ে ১২ টা পর্যন্ত হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহা সড়কের বামৈ পশ্চিম বাজারে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং সড়ক অবরোধ করে রাখেন ছাত্র-ছাত্রীরা।

 

পরে সাড়ে ১২ টার সময় সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে  শিক্ষার্থীদের সাথে আলাপ করে ছাত্র ছাত্রীদের দাবীর বিষয়ে সমাধানের আশ্বাস দিলে ছাত্র ছাত্রীরা বিক্ষোভ মিছিল প্রত্যাহার করে নেন।

 

পরে বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক ও সাংবাদিকদের নিয়ে শিক্ষকদের হাজিরা খাতা,ছাত্রদের হাজিরা খাতা,বিভিন্ন রেজিস্ট্রার খাতা,ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের রিসিট ও বিভিন্ন দপ্তরের কাগজপত্র পর্যালোচনা করে  সেনাবাহিনীর একটি দল এবং বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগের দাবীর বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন সেনাবাহিনীর টিম লিডার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST