মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়ি উপজেলাকে সম্প্রীতির বন্ধন হিসেবে আখ্যা দিতে উপজেলার চেঙ্গী ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে চেঙ্গী ইউপি পরিষদ কার্যালয়ে আয়োজিত এই সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন চেঙ্গী ইউপির চেয়ারম্যান আনন্দ জয় চাকমা। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.ইব্রাহীম এর সঞ্চালনায় সম্প্রীতির বন্ধন নিয়ে বক্তব্য দেন অতিথিবৃন্দরা।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.ইউসুফ আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, সদর ইউপি পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, লোগাং ইউপির চেয়ারম্যান জয় কুমার চাকমা, এলাকার কার্বারী, জনপ্রতিনিধি, সাধারণ জনগণ ও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমরা যুগ যুগ ধরে পাহাড়ি-বাঙালী সকলেই একসাথে বসবাস করে আসছি। ভবিষ্যতেও আমরা পাহাড়ী-বাঙালী সকলে ভেদাভেদ ভুলে মিলেমিশে বসবাস করবো। এবং দেশের শান্তি,শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন ও বর্তমান প্রধান উপদেষ্টাকে সর্বোচ্চ সহযোগিতা করে একটি সুন্দর, সু-শৃঙ্খল পানছড়ি উপজেলা উপহার দিবো।