লোহাগড়া প্রতিনিধি নড়াইল
নড়াইলে লোহাগড়া উপজেলার ও পৌরবিএনপির দ্বিবার্ষিক সম্মেলন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে
গতকাল ২৬ অক্টোবর শনিবার সকাল ৯ টা থেকে দুুপুর ২ টা পর্যন্ত বিরতি হীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপজেলা সভাপতি পদে ৬ জন সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক পদে ৫ জন। পৌর বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী ৪ জন সাধারণ সম্পাদক ৪ জন সাংগঠনিক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। লোহাগড়া উপজেলার বিএনপির ভোটার সংখ্যা ৮৫২ জন পৌর বিএনপির ভোটার সংখ্যা ৪৫৯ জন এর মধ্যে উপজেলা বিএনপির ৮০৬ জন ও পৌর বিএনপির ৪২৬ জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেন।
উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ শাহ আলম। পৌর বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মিলু শরীফ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মশিয়ার রহমান সান্টু।সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভোটগননা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ আব্দুল হক ফলাফল ঘোষণা করেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।এছাড়া উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা।