মোঃ মেহেরাজ হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি।
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক জেরকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল ওহাব।
১৩ নভেম্বর বুধবার সকালে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই জেরকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং সকল শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কথা বলেন,
তিনি তার বক্তব্যে বলেন, সকল ছাত্র-ছাত্রীদের, পড়াশোনার পাশাপাশি সৎ ও আদর্শবান হতে হবে,
বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, প্রত্যেকটি ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ, তাই সকলে মাদক মুক্ত হতে হবে এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে, মাদক ও বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করেন, এছাড়া শিক্ষক এবং বড়দের কিভাবে শ্রদ্ধা সম্মান করতে হবে এ বিষয় নিয়ে আলোচনা করেন, ছাত্র-ছাত্রীদের সমাজের প্রতি দায়িত্ব কর্তব্যর কথা তুলে ধরেন,
সকল শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের খোঁজখবর নেন,
এ সময় আরো উপস্থিত ছিলেন, পাঁচবিবি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ কাউসার আলী,
জেরকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হাই সরকার, সহকারি প্রধান মাসুদ রেজা, সহকারি শিক্ষক শরিফ উদ্দিন আকন্দ, ফরহাদ আলম জুয়েল,
পামডোর নির্বাহী পরিচালক হৈমন্তী সরকার, সহ স্কুলের সকল শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।