মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-ইমদাদুল ইসলাম
মাধবপুর মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ নভেম্বর সকাল দশটায় মাধবপুর মডেল প্রেসক্লাবের শ্যামলী পাড়া প্রধান কার্যালয়ে এর সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক যায়যায় কালের প্রতিনিধি হাসান ভূঁইয়ার সঞ্চালনায় আজকের আলোচনা সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
তন্মধ্যে মাধবপুর মডেল প্রেসক্লাবকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হয়। এতে বলা হয় যে, নিউজ এর সাথে সম্পৃক্ত যে সকল সাংবাদিকগণ তাদের মাধবপুর উপজেলার সব ধরনের সমস্যার চিত্র তুলে ধরার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মাধবপুর মডেল প্রেসক্লাব এর মাধ্যমে মাধবপুর উপজেলা বাসি যেন মাদকসহ সর্বপ্রকার ও নিয়মের বিরুদ্ধে কলম সাংবাদিক হিসেবে ভূমিকা পালন করে সে বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
মাদক সমাজের একটি ব্যাধি। এই ব্যাধি যুবক সমাজকে নিঃশেষ করে দিচ্ছে। তাই মাদক চোরা চালানসহ সর্বপ্রকার অন্যায়ের বিরুদ্ধে মডেল প্রেসক্লাবের সদস্যগণ তাদের লেখনি অব্যাহত রাখবে বলে মতামত ব্যক্ত করেন।
পাশাপাশি দেশকে এগিয়ে নেওযর জন্য দেশের সার্বিক কল্যাণে কাজ করার জন্য সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে মতামত ব্যক্ত করা হয়।
মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান জয়ের সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত প্রতিদিনের মাধবপুর প্রতিনিধি মোঃ মাথু, দৈনিক সমাচারের মাধবপুর প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক যায়যায় কালের প্রতিনিধি হাসান ভূঁইয়া, সিটিজি ক্রাইম টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ জহির, দেশ চেনেল,, মাধবপুর প্রতিনিধি/দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার:- ইমদাদুল ইসলাম,দৈনিক সময় সিলেট টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রাতুল চৌধুরী, দৈনিক চলমান দেশের মাধবপুর প্রতিনিধি জুয়েল মিয়া সহ অন্যান্যরা।
আজকের আলোচনা সভায় একটি সিদ্ধান্ত গৃহীত হয় যে, প্রতিটি মাসিক মিটিংয়ে সদস্যগণকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে তাগিদ দেয়া হয়, এতে বলা হয় পরপর তিনটি মাসিক মিটিংয়ে যে সকল সদস্যগণ উপস্থিত থাকবেন না তাদের সদস্যপথ বাতিলের বিষয়ে নোটিশ প্রদান করা হবে। নোটিশের পরও যদি মাসিক বেটিকে উপস্থিত না হয় সেক্ষেত্রে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলে মতামত ব্যক্ত করা হয়।
একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে মাধবপুর মডেল প্রেসক্লাবকে উপজেলা বাসীর কাছে জনপ্রিয় করতে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পরিশেষে সকল সদস্যগণের সমাপনীর বক্তব্যের মধ্য দিয়ে আজকের মাসিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়