আবদুর রহিম কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আল-আনফাল ফাউন্ডেশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাবিব উল্লাহ জামে মসজিদ মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি হেদায়েত উল্লাহ মামুন, এবং সঞ্চালনায় ছিলেন ভাইস চেয়ারম্যান নাজমুস সাকিব ইব্রাহিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক মেম্বার আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সেক্রেটারি সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, সেক্রেটারি আশফাকুর রহমান, এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এই আয়োজনটি স্থানীয় জনগণের মধ্যে বিজয় দিবসের চেতনা উজ্জীবিত করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং বিজয় দিবসের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখে।