জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার ৩নং শালনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক ইউপি মেম্বার মোঃ আনিচুর রহমান ধলু। তিনি উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর গ্রামের মরহুম হাবিবুর রহমানের ছেলে এবং অতীতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
শনিবার (২১ডিসেম্বর)দুপুরে উপজেলার শিয়রবর বাজারে সংবাদ সম্মেলনে সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান ধলু তার লিখিত বক্তব্য বলেন,আমার সাথে আলোচনা না করে অত্র ইউনিয়নের কতিপয় কিছু যুবলীগ নেতা আমার অজান্তে আমাকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ লোকজনের কাছে সামাজিক ভাবে হেও করার জন্য যুবলীগের ইউনিয়ন কমিটিতে নাম দিয়ে রেখে ছিল। তিনি আরো বলেন,আমি আওয়ামীলীগ সরকারের আমলে একাধিক বার নাশকতা মামলায় আটক হয়ে উপজেলার বিএনপির সভাপতি সাথে এক সংগে কারাগারে ছিলাম। আমি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম-আহব্বায়ক ছিলাম ও বর্তমানে রয়েছি। তাছাড়া আমার পিতা মরহুম হাবিবুর রহমানসহ আমার পরিবার দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছে। সুতারাং আমি শালনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এসময় শিয়রবর বাজারে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, খুলনা জেলা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আলম, শালনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মিকাইল মিয়া, দীপু কাজী, মোঃ বকুল খান, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ছিরু মিয়া, শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওবায়দুর রহমানসহ প্রমুখ।