মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে শরীআহ ভিত্তিক গ্রাহকদের উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা দিতে নতুন শাখা উদ্বোধন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় ঐতিহ্যবাহী পাতারহাট বন্দরের মধ্যবাজার সৈয়দ ভবনে এ শাখার উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নতুন শাখার শুভ উদ্বোধন করেন।
এরআগে সকাল ১০টায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র এক্সিকিউটি ভাইস প্রেসিডেন্ট মোঃ সরোয়ার হোসেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল জেলা জামায়াত নেতা আলহাজ্ব সাইফুর রহমান, মেহেন্দিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, সাবেক মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, উপজেলা জামায়াতের আমীর মোঃ শহীদুল ইসলাম, পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউদ্দিন সেলিম, সাংবাদিক জাহিদুল বারী খোকন, ইসলামি ব্যাংক মেহেন্দিগঞ্জ এজেন্ট ব্যাংকিং’র পরিচালক মোঃ মাহাবুব তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে দীর্ঘদিন পরে হলেও ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। এতে বন্দরের ব্যবসায়ীরা স্বাচ্ছন্দে এই ব্যাংকে টাকা জমা লেনদেন করতে সক্ষম হবে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।