ঢাকাWednesday , 25 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কালিহাতীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    দেশ চ্যানেল
    December 25, 2024 9:13 am
    Link Copied!

     টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের কালিহাতীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার সল্লা ইউনিয়নের হাতিয়া গ্রামে ঢাকার উত্তরাস্থ টাঙ্গাইল এসোসিয়েশন ও সাউদার্ন এ্যাপারেল হোল্ডিংস এর যৌথ উদ্যোগে ৬ শতাধিক শতিার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

    বিতরণকালে, ঢাকা উত্তরাস্থ টাঙ্গাইল এসোসিয়েশনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এইচএম রেজাউল করিম, দলিল লেখক রফিকুল ইসলাম ও সাংবাদিক শাহিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

    এ সময় টাঙ্গাইল এসোসিয়েশন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্বনিয়োগ করতে হবে। জনসেবায় আত্বনিয়োগ এবাদতের একটি অংশ।

    তিনি আরো বলেন, প্রচন্ড শীতে কালিহাতী উপজেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছে। শীতের কষ্ট সেই বুঝতে পারে। যার শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। তাই অসহায় মানুষদের শীত নিবারণের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।

    শীতবস্ত্র পেয়ে স্থানীয় শঙ্কর চন্দ্র দাস,সমেলা বেগম,বছিরণ বেওয়া, আব্দুর রহমান, ছালাম মিঞা,ময়েজ উদ্দিন, সাহিদা আক্তারসহ অনেকেই বলেন- দেশে নিত্যপণ্যর বাজারের যে অবস্থা সামান্য রোজগার করে সংসার চালানোই কষ্ট। শীতকালে সংসারের খরচ মিটিয়ে শীতের কাপড় কেনা দুস্কর। তাই শীতের চাদর পেয়ে আমরা খুব আনন্দিত। এদের মতো সমাজের বিত্তবানরা যদি আমাদের মতো সাধারণ মানুষের পাশে দাঁড়াতো তাহলে গরীবদের শীতে কষ্ট করতে হতো না।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST