মোঃ আব্দুল আজিজ নওগাঁ প্রতিনিধি
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষকদলের সমাবেশের অংশ হিসেবে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর বাজারে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ২৫।১২।২৪ ইং বিকেল ৩:০০টায় উপজেলার গুজিশহর বাজার সংলগ্ন মাঠে বাহাদুর পুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সভায় মাইনুল হুদা মিঠনএর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বাহাদুর পুর ইউনিয়ন শাখার সভাপতি শামসুদ্দিন ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদীবিএনপির, নিয়ামত পুর উপজেলার কৃষকদলের সভাপতি সামসুদ্দিন মন্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি দলের সাংগঠনিক সম্পাদক শফিউল্ল্যাহ সোনার, নিয়ামত পুর উপজেলার কৃষকদলের সদস্য সচিব নূহ আলম,জুম্মা, বাহাদুর পুর ইউনিয়নের জাতীয়তাবাদী বিএনপির সাধারণ সম্পাদক মনজুর রাসেল আলমাহফুজ বকুলসহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।