জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অবিসাংবাদিত রাষ্ট্রনায়ক, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯জানুয়ারি) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লোহাগড়া ও পৌর শাখাসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি মো. আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান, বিএনপি নেতা আনিচুর রহমান কামাল, মিরাজ ফকির, কাজী মোরাদ হোসেন, মো. তানভীর রহমান, সোহেল রানা লাক্সমি, শফিক তারিক, কাজী ইকবাল হোসেন, ইঞ্জি. তাইবুল হাসান, ইব্রাহিম মোল্যা, রইচ উদ্দিন পলু, মাহবুব রহমান রাজসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।